রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ইটভাটার পাশের পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার মৎস্য খামারের মালিক কাজী আরাফাত হাসান জিসান বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২২ এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এমজেবি ইট ভাটার পাশে পুকুরের মাছ বিষ দিয়ে মেরা ফেলা হয়। কাজী আরাফাত হাসান জিসানের সাথে বিবাদীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধে বিভিন্ন সময়ে তিনি ও তার পরিবারকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষ। ইট ভাটার পাশে আমার একটি মৎস্য খামার রয়েছে। এ খামার দেখাশোনা করার জন্য মো. মোতাহার নামে একজনকে রাখা আছে। তিনি দিন রাত খামারটি দেখাশোনা করেন। মধ্যরাতে দুর্বৃত্তরা মোতাহারকে চলে যেতে বলে। তিনি যেতে রাজি না হওয়ায় তার মুখ চেপে ধরে হত্যার চেষ্টা করে ও মারপিট করে বেঁধে রাখে। তারা পুকুরে বিষ প্রয়োগ করে যাবার সময় তাকে পুকুরে বিষ দেওয়ার কথা কাউকে বল্লে তাকে হত্যার হুমকী দিয়ে চলে যায় তারা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, মাছের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari