পাংশায় পানির স্রোতে নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড ভেঙে যাওয়া এক অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। গত শুক্রবার বিকালে উপজেলার মৈশালা ও নাদুরিয়া আঞ্চলিক সড়কের সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাংশা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে এ এলাকার মানুষ। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ২০২৪ সালে কাজ শেষ করার কথা থাকলেও ধীর গতিতে কাজ হওয়ায় তা এখনো শেষ হয়নি। সেতু নির্মাণের জন্য একটি রাস্তা করা হয়েছে। মাঝে মাঝেই পানির তোড়ে রাস্তাটি ভেঙে যায়। ফলে যানবহন নিয়ে পাংশা শহরে যেতে ভোগান্তিতে পরেন উপজেলার সরিষা, কলিমহর ও কসবামাজাইল ইউনিয়নসহ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মানুষ। নির্মানাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা দাবি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলীকে অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। আশা করি দ্রুতই এর একটা সমাধান হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান বলেন, ২০২৪ সালে কাজটি সম্পন্ন করার কথা ছিলো। সেতুর ডিজাইন ও ঠিকাদার জটিলতায় নির্মাণ কাজ পিছিছে গেছে। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আজকের মধ্যে ডাইভারশন সড়কটি সংস্কার করে ইজিবাইক, মোটরসাইকেল যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেতু দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari