রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বানীবহ ইউনিয়নবাসীর আয়োজনে বুধবার এক ঘণ্টাব্যাপী বানীবহ উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়,বানীবহ উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুইটি মসজিদ সবই এই রাস্তার পাশে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুরবস্থার মধ্যে পড়েছে। কাদা, গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি একজন মেয়ের বিয়েও এই রাস্তাঘাটের কারণে ভেঙে গেছে বলে দাবি করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বানীবহ ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর, উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম আনিছ এবং স্থানীয় কামাল হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন এলাকাবাসী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari