রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৯)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরের রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
তিনি আরো জানান, ২০২৪ সালেল ২৬ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি মামলাতেই ডাকাতি ও অস্ত্র ব্যবহারের অভিযোগে ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের হয়। তদন্তে জানা যায়, খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব ডাকাতি সংঘটিত করে।
গত ১২ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ১টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০,০০০ টাকা, ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল, ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
গ্রেফতার খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর আগে ডাকাত চক্রের আরও ৬ সদস্য গ্রেফতার হয়েছে। যাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari