রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (২য় পর্যায়)” প্রকল্পে বীর নিবাস নির্মাণে ঠিকাদার নির্বাচনের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বচ্ছতার সাথে এ লটারি অনুষ্ঠিত হয়।
প্রকল্পের তিনটি গ্রুপের লটারিতে কাজ পেয়েছে মেসার্স রেজা এন্টারপ্রাইজ, মেসার্স নাসিম এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া কন্সট্রাকশন। লটারির সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপসহকারী প্রকৌশলী মো. হেকমত আলী, দরপত্রে সিডিউল জমাদানকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, প্রকল্প কমিটির কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ উপস্থিত সকলে লটারি প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari