‘সেবার ব্রতে চাকরি’ এই চেতনায় পুলিশ লাইন্স রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্টে ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার শামিমা পারভীন এঁর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ঢাকা রেঞ্জ অফিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), ঢাকা রেঞ্জ উপস্থিত অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছো জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার টিআরসি প্রার্থী এবং তাদের অভিবাবকগণের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। বিধায় পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সর্তক থাকার জন্য আহ্বান জানান। হোদয় চাকরি প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari