রাজবাড়ীতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রাজবাড়ী শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য কেন্দ্রে যথাসময়ে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। প্রিয় সন্তানকে সাথে নিয়ে এসেছেন তারা। প্রতীক্ষায় আছেন কখন পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের যথারীতি শরীর তল্লাশী করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari