রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও ইন্জিনিয়ার মো. কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এডিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. হামিদ, প্রধান শিক্ষক আকরাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক সুশীল কুমার দত্ত তাপস, আলীমুজ্জামান চৌধুরী, ওমর আলী শেখ, ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, শাহীন সাহাবুদ্দিন মামুন, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন, ডা. রেজাউল করিম, আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বরাট ভাকলা স্কুলের সুনাম ছিল। কলেজ শাখা চালুর পর পাশের হার ছিল সন্তুষ্ট জনক। কিন্তু গত কয়েক বছর এই কলেজ শাখার খুবই দুরবস্থা এই কলেজে শিক্ষকরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ডিউটি করেন। পুনরায় সার্বিক সহযোগিতার মাধ্যমে কলেজ শাখার শিক্ষার মান উন্নয়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দেয়ার নিশ্চয়তা প্রদান করব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari