ঈদ পরবর্তী নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে রাজবাড়ী জেলা প্রশাসন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী জনসাধারণের ফিরতি যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে শনিবার সদর উপজেলার আহলাদিপুর এবং গোয়ালন্দ ঘাটে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের বিশেষত মোটরবাইক চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট ও লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার দায়ে একাধিক ব্যক্তিকে জরিমানা করার পাশপাশি সতর্ক করা হয়। গোয়ালন্দ ঘাটের বাস কাউন্টারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয় এবং বিভিন্ন যানবাহনের যাত্রীদের মতামত ও অভিযোগ গ্রহণ করা হয়।
এছাড়া ফেরিঘাটে যাত্রীদের কাছে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। সকল যাত্রীকে নির্ধারিত কাউন্টার হতে ব্যানারে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ী টিকেট ক্রয় করতে পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান ও সংশ্লিষ্টগণ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari