রাজবাড়ী জেলার প্রবীন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা রাজবাড়ী জেলা তথা বৃহত্তর দক্ষিণাঞ্চলের প্রথিতযশা এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ'র দ্বিতীয় মৃত্যুবাষির্কী আজ। এ উপলক্ষ্যে আজ রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে মিলাদ মাহফিললের আয়োজন করা হয়েছে।
মরহুম মোহাম্মদ সানাউল্লাহ ২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে রাজবাড়ী ভবানীপুর গোরস্থানে তার স্ত্রীর পাশে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দেশ স্বাধীন হওয়ার আগে তিনি দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি ‘বাংলার বাণী’ পত্রিকার মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করেন। এরপর দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডি নিউজ ২৪ ও দীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০২২ সালের ৩০মে তৃণমূলে সাংবাদিকতায় অবদান রাখার জন্য গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা পান।
মরহুম মোহাম্মদ সানাউল্লাহ রাজবাড়ী জেলার রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
মোহাম্মদ সানাউল্লাহ ছাত্রজীবনে গণঅভ্যুত্থান, ছয় দফা ও অসহযোগ আন্দোলনসহ ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি দেশের প্রয়োজনে সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari