রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দুটি ইটভাটা বন্ধ ও মালিকদের জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে জেলা সদরের বড়চর বেনীনগরে অবস্থিত মের্সাস এনসিবি ব্রিকস এর মালিককে এক লক্ষ টাকা ও ইটখোলা বড়লক্ষিপুর এলাকায় অবস্থিত আদর্শ ব্রিকস (এবিবি) মালিককে এক লক্ষ করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিধি মোতাবেক ইটভাটা পরিচালনা না করায় এক্সেভেটর দিয়ে উভয় ভাটার কিলন ভেঙে কর্যক্রম সম্পূর্ণ বন্ধের কঠোর নির্দেশনা দেয়া হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো হারুন আর রশীদ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari