সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, আইনজীবী রেহনাজ পারভীন সালমা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, জেলা মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক শম্পা প্রামানিক প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ ও মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি।
বক্তারা বলেন, দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও আজ আমাদের ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়। প্রতিদিনই সারা দেশে বিভিন্ন স্থানে নারীদের ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এসব অপরাধের পর নারীকেই বিভিন্ন ভাবে অপদস্ত করা হচ্ছে। নারীকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বিচারহীনতার কারনেই এই ঘটনাগুলো নিয়মিত ঘটছে। সম্প্রতি মাগুরাসহ যেসব স্থানে এই ধরণে ঘটনা ঘটছে সব ঘটনার দ্রুত বিচার করার দাবি জানান তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari