রাজবাড়ীর গোয়ালন্দে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌর শহর ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২২) ও ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের ওমর শেখের ছেলে মো. আশিক শেখ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে এস আই সোহানুর রহমান এবং তার সহযোগী টিম দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঝন্টু সাহার নিকট থেকে ৫৫ পুরিয়া, ইনজামুল হাসান ওরফে রনির নিকট থেকে ২০ পুরিয়া ও মো. আশিক শেখের কাছ থেকে ২০ পুরিয়াসহ মোট ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari