১০ মার্চ রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। বাজারের বিভিন্ন দোকানে খেজুর, তরমুজসহ অন্যান্য ফল এবং দ্রব্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হয় এবং ইফতার সামগ্রীতে কৃত্রিম রঙ ব্যবহার হচ্ছে কি না পরীক্ষা করা হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণ ও বিক্রয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতকরণ এবং খাদ্যে টেক্সটাইল কালার (রাসায়নিক রঙ) ব্যবহার করার দায়ে একাধিক ব্যবসায়ীকে সতর্ক করার লক্ষ্যে জরিমানা করা হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। কার্যক্রম পরিচালনাকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari