দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে জানিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, ৫ আগস্ট পটপরিবর্তনের মাধ্যমে দেশের মানুষ নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। সাধারণ মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। অপপ্রচারে যেন কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। দিনশেষে আমাদের সবার মনে রাখতে হবে মানুষের জন্য আমরা। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম নিজেদের রক্ত দিয়েছে। তাদের সেই আাশা পূরনে সবাইকে কাজ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তফিজুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন প্রমূখ।
এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাগর আহমেদের নামে বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে ‘শহীদ সাগর চত্বর’ উন্মোচন করেন। এ সময় শহীদ সাগরের মা-বাবাসহ স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari