ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী রাজবাড়ী সফর করেছেন। বৃহস্পতিবার তিনি সার্কিট হাউজে এলে জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ তাকে সাদর অভ্যর্ত্থনা জানান। পরে তিনি জেলার নানান কর্মকান্ডে যোগ দেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত ব্যক্তিবর্গের মাঝে চেক বিতরণ এবং অসহায় নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীবসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari