মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকা বিভাগে রাজবাড়ী জেলার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডা. আবুল হোসেন কলেজ শিক্ষার্থী মেহের হোসেন দিপু ও রবিউল প্রামানিক জুটি। দুজনই রাজবাড়ী সদর উপজেলা মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের বাসিন্দা।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা গণভবন সংলগ্ন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বিকেলে বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল খেলায় গাজীপুর জেলাকে ২-০ সেটে এবং ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ২-০ সেটে পরাজিত করে এ চমক দেখান।
এদিন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দিতে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, প্রধান মূল্যায়ন অফিসার আব্দুর রহমান শিকদার, শারীরিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান প্রমূখ।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মেহের হোসেন দিপু জানান, এ অর্জন আমাদের ব্যক্তিগত নয়। এ অর্জন আমাদের রাজবাড়ী জেলাবাসীর। রাজবাড়ী জেলার হয়ে এমন অর্জনে আমরা অনেক খুশি। তিনি আরও বলেন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যদি আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে তবে একদিন আমরা অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari