রাজবাড়ীতে কিন্ডারগার্টেনের ২৬৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা শহরের আজাদী ময়দানে এই মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান।
শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বৃত্তি বিতরণের মাধ্যমে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়জকরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari