প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রোববার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয় ও রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সবার জন্য বিদ্যুৎ। বিষয়গুলোর উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ পরিচালক আশরাফুল আলম।
কর্মশালার উদ্বোধনী পর্বে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাঈনুদ্দিন আহমেদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যােিস্ট্রট সূবর্ণা রানী সাহা, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায় প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেমই সোনার বাংলায় রূপান্তরিত করছে। তিনি সাধারণ গরীব মানুষের কথা ভাবেন। শিক্ষাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন। প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ আমাদের সবার মঙ্গলের জন্য। আমরা যে যার অবস্থান থেকে এসব উদ্যোগ যেন ফলপ্রসু হয় সেজন্য কাজ করব।