রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মাসুদ পৌরসভা ৯নং ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মাসুদের শাশুড়ি কুলসুম বেগম জানান, আমার জানা নেই মাসুদের কারও সঙ্গে কী শত্রুতা ছিল। তডাক্তার এখনো তার রক্ত বন্ধ করতে পারেননি। অবস্থা খুবই খারাপ। তিনি আরও দাবি করেন, নাজমুলসহ কয়েকজন যুবক মাসুদকে কুপিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari