রাজবাড়ী জেলা উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি কমলকৃষ্ণ গুহ’র স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদ।
স্মৃতিচারণমৃলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, মহিলা পরিষদের নেতা অ্যড. দেবাহুতি চক্রবর্তী, জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবু মল্লিক, জেলা উদীচীর সহসভাপতি কমলকৃষ্ণ গুহের সহধর্মিণী সবিতা চন্দ্র গুহ, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা। সভা সঞ্চালনা উদীচীর নাটক ও আবৃত্তি বিষয়ক সম্পাদক কণা রাণী দাস।
বক্তরা বলেন, কমলকৃষ্ণ গুহ ছাত্র জীবন থেকেই প্রতিবাদী ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন। এরপর তিনি ন্যাপের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত হন। তার হাত ধরেই রাজবাড়ী উদীচী প্রতিষ্ঠিত হয়। তার চিন্তা চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ গঠনের। বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক সংকট চলছে। এই দুঃসময়ে প্রগতিশীল সংগঠনকে এগিয়ে আসতে হবে। কমলকৃষ্ণ গুহের আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। রাজনীতির সাথে সংস্কৃতির একটি মেলবন্ধন থাকতে হবে। সংস্কৃতির চর্চা ছাড়া একটি সুস্থ রাজনীতি সম্ভব নয়।
আলোচনা শেষে তিনজন শিক্ষার্থীকে কমলকৃষ্ণ গুহ মেধা বৃত্তি প্রদান করা হয়। পরে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari