রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ (মন্টু) কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন। গ্রেপ্তার সোহেল মাহমুদ (মন্টু) বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবতী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে একটি পেঁয়াজক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, এলাকাবাসী সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari