জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ সাগরের স্মরণে রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার দুপুরে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল গাফফার হাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমূদ সুজন, মিরাজুল মাজিদ তুর্য, হাসিবুল ইসলাম শিমুল, মো. তানিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন একজন গর্বিত পিতা। আজকের এই অনন্য আয়োজনের মধ্য দিয়ে তিনি তা আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। শহীদ সাগর দেশের মানুষের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনোই বিস্মৃত হবে না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari