রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সংগঠনের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল পৌনে ৫ টার দিকে জেলা শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অ্যড. নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মোহাম্মদ আলীমুজ্জমান প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বিগত সরকারের আমলে গ্রেপ্তার করা হয়। অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। হাসিনার পতন হয়েছে ৬ মাসের বেশি। কিন্তু এখনো আমাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে যেতে হয়। এখন পর্যন্ত আমাদের দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি। সরকার আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয়, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাবো।
পরে একটি বিক্ষোভ প্রধান সড়কে বড়পুল চত্ত্বর ঘুরে রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari