খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর নেতা মিরাজুল মাজিদ তুর্য, মো. ফাহাদুল ইসলাম, মো. তানিম, ফাহাদ ও শুভ।
বক্তারা বলেন, দেশ থেকে একনায়কতন্ত্র বিদায় নিয়েছে, তবে কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। তারা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যা সারাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। রাজবাড়ীর শিক্ষার্থীরাও এর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari