জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।
তিন সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন মো. আব্দুল মালেক খান, সদস্যসচিব তুহিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম জান্নাতুল।
কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি পাওয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহবায়ক আব্দুল মালেক খান বলেন, আমার উপর বিশ্বাস রেখে স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আগামি ১০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর চেষ্টা করবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari