রাজবাড়ীতে ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভার মঞ্চ ভাঙচুর ও হামলার অভিযোগে পাল্টাপাল্টি মামলা করেছে বিএনপির ২টি পক্ষ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের নামে পৃথক দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলায় দুই পক্ষের ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬৬ জনকে আসামি করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দুটি দায়ের করা হয়।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. তোফাজোল হোসেন মিয়া মামলার এজাহারে অভিযোগ করেছেন, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরের আহাম্মদ আলী মুধা কলেজ মাঠে পৌর ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভার মঞ্চ প্রস্তুতকালে সশস্ত্র হামলায় প্রথম দফায় মঞ্চ ভাঙচুর এবং পরবর্তী সময়ে কর্মীসভায় হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীদের মারধর ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
অপরদিকে কামাল সিকদার মামলায় অভিযোগ করেছেন, ১২ ফেব্রুয়ারি বিকেলে পরিকল্পিতভাবে তার ভাই মো. সালাম সিকদার (৪০) আহম্মদ আলী মৃধা কলেজের সামনে পৌঁছানো মাত্রই দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয় এবং এলোপাথারিভাবে কিল, ঘুষি, লাথিসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এতে তার মাথার ডানপাশে কানের পেছনে ৭টি ও মাথায় ৬টি সেলাই লাগে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পাল্টাপাল্টি মামলার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত এই মামলাগুলোতে কোনো আসামি গ্রেপ্তার নেই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari