রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় মো. নুরুল ইসলাম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রিয়াজ উদ্দিন পাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলাধীন হামিদ মৃধার হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে বুধবার দুপুরেই রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari