রাজবাড়ীর পাংশা উপজেলার স্টেশন রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানের বিবরণ, বেলা ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে “মুসলিম হোটেল অ্যান্ড বিরিয়ানী হাউজ”-কে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সচেতনতার জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সহযোগিতা করেন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই নাজমুল হোসেনসহ জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির অন্যান্য সদস্যরা।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক মান বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari