রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিক সমাজের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক ও মানব জমিনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরন, জেলা রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদ দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, জেলা মফস্বল ফোরামের সভাপতি কবির হোসেন, ডিবিসি নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান প্রমুখ। এসময় প্রথম আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, দৈনিক ইত্তেফাক রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মহসিন মৃধা, নয়াকন্ঠের রাজবাড়ী প্রতিনিধি কৃষ্ণ সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশে অনবরত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। গত বছর শহীদ দিবসে শহীদ বেদি থেকে ফুলের ডালা নিয়ে যাওয়ার ভিডিও করার জন্য দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আব্দুল হালিমের উপর হামলা করা হয়। তার কোনো বিচার হয়নি। টেন্ডার নিয়ে মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধিকে কুপিয়ে জখম করা হয়েছে। বিচারহীনতার কারণেই এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকছে। এসময় এই সন্ত্রাসী ঘটনার সাথে সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান জেলায় কর্মরত সংবাদকর্মীরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari