রাজবাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে চাকরি করতেন। দুর্ঘটনায় নয়ন ও হাসান নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, আজিজুল বেপারী মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। তার সঙ্গে ছিল নয়ন নামে এক বন্ধু। নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাসানের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল নিহত হন।
আজিজুলের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আগামীকাল (বুধবার) তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে সে নয়ন নামে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। পরে শুনি, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে সে নিহত হয়েছে। এর বেশি কিছু জানি না।
রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari