রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোদার বাজার এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. আসিফ মুস্তাহিদ (১৪)। সে রাজবাড়ী পৌরসভা ৯ নং ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে ও শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ মো. আসিফ মুস্তাহিদের স্বজন ও স্থানীয়দের বরাতে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. নেছার আলী জানায়, সাড়ে ১১ টার দিকে গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধু সহ আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাতরে চরে যায়। সেখান থেকে ফেরার পর নদীর পাড়ে এসে আসিফের খোঁজ না পেয়ে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে দুপুর পৌনে ২ টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে তাদের উদ্ধার চালিয়ে যাচ্ছে।
মো. নেছার আলী আরও জানায়,নদীতে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরী দল তাদের উদ্ধার অভি চালিয়ে যাচ্ছে। বিকাল পাঁচটা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আসিফের খোঁজ পাওয়া যায় নি। আজকের মত উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা চালাবে ফায়ার সার্ভিস বলে জানায় এই কর্মকর্তা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari