রাজবাড়ীতে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্নাচত্ত্বর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সমাবেশে নেতাকর্মীরা বলেন, এই বাংলাদেশের জনগণ না চাইলে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি দিল্লিতে বসে বার্তা দিলেই জনগণ তার কথা মত কাজ করবে বিষয়টি এমন নয়। আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি তৎপর রয়েছে। একইভাবে রাজবাড়ী জেলা বিএনপি সার্বক্ষণিক তৎপর রয়েছে। রাজনৈতিকভাবে এর প্রতিরোধ করা হবে এবং আমরা রাজবাড়ী জেলা বিএনপি তার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari