রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মুনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, সমাজ সেবা অফিসার মো. নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক সুলতানা আক্তার কালুখালীর দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari