দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অগ্রণী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ও জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর সাহিন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে বসে আছেন। অথচ তার দোসর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশে সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। দেশের সাধারণ জনগণ এখন আর আওয়ামী লীগের দুঃশাসন সহ্য করবে না। বিএনপি রাজপথে থেকেই এই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari