রাজবাড়ীতে আফজাল খান নামে এক ভ্যানচালককে বাড়ি থেকে ডেকে এনে পেটানোর অভিযোগ উঠেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আফজাল সদর থানায় অভিযোগ করেছেন। আফজাল খান রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের মৃত আনছের খানের ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট সুমন হোসেন।
ভ্যানচালক মো. আফজাল খান বলেন, গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর থানার এসআই আসাদসহ দুইজন দারোগা বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার ফোন নম্বর নিয়ে ফোন করে দেখা করতে বলে। পরে ওই দারোগার সঙ্গে দেখা করলে তিনি বলেন সুমন স্যার তোমাকে আসতে বলছে। শনিবার সকালে কোর্ট এলাকায় এসে দারোগার সঙ্গে দেখা করি। তখন সুমন স্যার দারোগাকে ফোন করে বিকেল ৪টার সময় তার কাছে নিয়ে যেতে বলেন। সারাদিন কোর্ট এলাকায় থেকে বিকেল সাড়ে ৩টার দিকে আমার মেজো ভাইকে সঙ্গে নিয়ে সুমন স্যারের কাছে গেলে সবাইকে রুম থেকে বের করে দিয়ে আমার হাত বেঁধে পিটিয়ে জখম করেন।
রাজবাড়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বলেন, এটা কোনো রাস্তার কুকুর না। একজন মালিকের লালন করা কুকুর। এই কুকুর আমাকেসহ অনেককে ধাওয়া করেছে। এটা নিশ্চিত হওয়ার পর কুকুরের ভ্যাকসিন দেওয়া আছে কি না বা কতদিন আগে ভ্যাকসিন দেওয়া হয়েছে জানতে তাকে ডেকে আনা হয়েছিল। কিন্তু এ বিষয়ে প্রথম থেকেই সে এলোমেলো কথা বলে। তাকে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কার বুদ্ধিতে করেছে, জানি না। শুধু কুকুরের বিষয়ে ডেকে ভ্যাকসিনের বিষয় ও করণীয় নিয়ে তাকে বলা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari