রাজবাড়ীতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জানমালের নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি বন্ধকরাসহ কয়েক দফা দাবিতে গণতন্ত্র অভিযাত্রা করেছে জেলা কমিউনিস্ট পার্টি। সোমবার বিকেলে রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র অভিযাত্রা উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী কার্যালয়ের সামনে থেকে একটি লাল পতাকার মিছিল বের হয়ে ১ নম্বর রেলগেট, স্টেশনরোড, কলেজরোড ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এর মাঝে দফায় দফায় রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর ও রেল স্টেশন চত্ত্বরে পথাসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, কমিউনিস্ট পার্টি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, গোয়ালন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির শাখা সম্পাদক মজিবর রহমান।
বক্তার বলেন, দেশে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অযৌক্তিভাবে বিভিন্ন পণ্যের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। শ্রমিক শ্রেণির খেটে খাওয়া কম আয়ের মানুষ আজ তার খাওয়া কমিয়ে দিয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা তাদের কাজ হারিয়ে বেকার হচ্ছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। হতাশা বাড়ছে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনে। এর সমস্যা অনতিবিলম্বে নিরসন করতে হবে। আইনশৃঙ্খলার পরিস্থিতি নরবড়ে অবস্থায় রয়েছে। প্রতিদিনই চুরি ছিনতাই বাড়ছে। সারাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এর সমাধান করা দরকার। আর এজন্য দরকার একটি নির্বাচন। অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানান তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari