বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সোমবার রাজবাড়ী পৌরশহরের চর লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু একাডেমী মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল এ তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র চালাবে কে, সেই রাষ্ট্র চালাবে হচ্ছে জনগণ, জনগণ মত দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, কারা রাষ্ট্র চালাবে, কারা জেলা চালাবে, কারা উপজেলা চালাবে, কারা পৌরসভা, ইউনিয়ন, মসজিদ, স্কুল, সবকিছুই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাদেরকে মানুষ পছন্দ করবে তারাই দেশ শাসন করবে এটাই নিয়ম। কিন্তু দেখা গেলো সমস্ত নিয়মকে পদদলিত করা হয়েছে।
এ মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মুফতি আমীর হামজা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari