মানুষ সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম কবিতা উৎসব ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উৎসব অনুষ্ঠানে কাব্য সংকলন এবং পঙক্তিমালা ও ছোট কাগজ এবং মানুষ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুইজন সাহিত্য সংগঠক ও একজন ছোট কাগজ সম্পাদককে এবং মানুষ সম্মাননা প্রদান করা হয়। রাজবাড়ী জেলার কৃতি সাহিত্য সংগঠক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সালাম তাসিরকে মানুষ সম্মাননা ১৪৩১ প্রদান করা হয়। এ প্রসঙ্গে কবি সালাম তাসির অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি আমার একার নয়। এ প্রাপ্তি প্রিয় সংগঠন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ ও রাজবাড়ী জেলার শিল্প,সাহিত্য-সংস্কৃতিবান্ধব সকলের। তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং মানুষ সম্পাদক ও প্রকাশক কবি আনোয়ার কামালকে। উৎসব অনুষ্ঠানে সভা প্রধান ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি নাসির আহমেদ, কবি মতিন বৈরাগী, কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল ও কবি টিভি ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। কবি-সম্পাদক আনোয়ার কামাল এর সার্বিক তত্তাবধানে সারা দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক কবিতাকর্মী এবং লিটলম্যাগ সম্পাদকের উপস্থিতিতে মুখরিত আনন্দময় হয়ে ওঠে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari