রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় হুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত আক্তারুজ্জামানকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আক্তারুজ্জামান জানান, তার দুই ছেলে বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিল। একারণে প্রতিপক্ষের লোকজন তার উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। তাকে মাঝে মধ্যেই মোবাইল ফোনে হুমকি ধমকি দিত। বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে যাবার পথে সোনাপুর মোড় এলাকায় দাঁড়িয়ে তার এক ভাইয়ের সাথে কথা বলছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে বাম পায়ে কুপিয়ে জখম করে। হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটায়। তার আর্ত চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari