জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন বলেছেন, রাজবাড়ীর কালুখালীতে পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে কাজে লাগাতে হবে। এখানকার চিকিৎসাসেবার মান আধুনিক মানে গড়ে তুলতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। এসব সামনে রেখে এনডিপি মানুষে সাথে কাজ করছে।
তিনি গত শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন এনডিএম এর কালুখালী উপজেলা আহ্বায়ক শামিম হোসেন।
উঠান বৈঠকে জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম এর বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম, বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
উঠান বৈঠকের পূর্বে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন কালুখালীর সোনাপুর মোড়, বোয়ালিয়া মোড়, রতনদিয়া বাজার, চাঁদপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari