কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং দি ফ্রিডম ফান্ড’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় Enhancing Protection of Child Sex Trafficking Survivors in Bangladesh প্রকল্প পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে দি ফ্রিডম ফান্ডের চিফ ফাইন্যান্স অফিসার, মিসেল (ব্রিটিশ নাগরিক) সম্প্রতি কেকেএস প্রধান কার্যলয় ও কেকেএস সেফ হোম পরিদর্শন করেছেন। কেকেএস হেড অফিসে কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং ফকীর জাহিদুল ইসলাম (রুমন) সহকারী নির্বাহী পরিচালক তাকে শুভেচ্ছা জানান। কেকেএস টিপ প্রকল্পের প্রোজেক্ট অফিসার শাহাদৎ হোসেন কেকেএস এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন। পরবর্তীতে কেকেএস সেফ হোম পরিদর্শনে যান। এই সময় তিনি সেফ হোমে অবস্থানরত শিশুদের মেধার বিকাশের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তাঁর বক্তব্যে শিশুদের উন্নতির জন্য পেশাদারি দিকনির্দেশনা ও নতুন পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এ সময় সংস্থার পটভূমি, লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।
এছাড়া, তাঁর সাথে উপস্থিত ছিলেন দি ফ্রিডম ফান্ড বাংলাদেশের ফাইন্যান্স অফিসার জামাল হোসেন, যিনি এই পরিদর্শনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
তাদের উপস্থিতি কেকেএস সেফ হোমের কার্যক্রমে আরও নতুন উদ্দীপনা নিয়ে এসেছে, যা শিশুদের ভবিষ্যত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari