রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিসের সামনে সড়কে বুধবার ১ জুন সকালে ট্রাক-প্রাইভেটকার ও ব্যাটারী চালিত অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১জন অটোচালক এবং একই পরিবারের ৫জনের বাড়িতে শোকর মাতম চলছে। বুধবার বিকেলে সরেজমিন পাংশার পাট্টা ইউপির পুইজোর (মুছিদাহ বনগ্রাম স্লুইজগেটের পাশে) গ্রামে শোকাবহ পরিবেশ লক্ষ্য করা গেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের নিস্তবদ্ধতা নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনে আত্মীয়-স্বজনরা বাড়িতে ছুটে আসেন। প্রতিবেশিরাও সমবেদনা জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়ছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিমুখী সংঘর্ষে ৬জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, পুইজোর গ্রামের বশির উদ্দিন মিয়ার ছেলে অটোচালক নাসির উদ্দিন (৩৫), একই গ্রামের মোতালেব মন্ডলের স্ত্রী মছিরন নেছা (৬৫), মোতালেব মন্ডলের বড় মেয়ে মরিয়ম (৪২), মরিয়মের বড় মেয়ে শিলা (১৮), মোতালেব মন্ডলের ছোট মেয়ে মর্জিনা বেগমের দুই শিশু পুত্র ইসহাক (৮) ও ইউসুফ (৫)। আহতদের মধ্যে মোতালেব মন্ডলের ছেলে আহম্মদ আলী (৩৬) ও ছোট মেয়ে মর্জিনা বেগম (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মর্জিনা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতদের স্বজনরা এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতদের ঘনিষ্ঠজন নুরুজ্জামান শিতল জানান, মর্জিনা বেগমের দুই শিশুপুত্র ইসহাক ও ইউসুফকে তাদের পৈত্রিক বাড়ি কালুখালীর সাওরাইল ইউপির নগরবাথান গ্রামে জানাজা ও দাফন করা হয়েছে। মরিয়ম ও তার মেয়ে শিলাকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির বাস্তেখোলা গ্রামে জানাজা ও দাফন করা হয়েছে।
এছাড়া মছিরন নেছা ও নাসির উদ্দিনকে পুইজোর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত সকলেরই মাগরিবের নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari