রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) শামস শাহাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা রাণী হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, কালুখালী সরকারি কলেজের প্রভাষক আবু বকর খান প্রমূখ।
সভায় কালুখালী ফায়ার সার্ভিসকে পূর্ববর্তী সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে তাদের দক্ষতার জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি উপজেলার মাদক নিয়ন্ত্রণ, গরু চুরি প্রতিরোধ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর বিশেষ নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের মতামত ও সুপারিশমালা পেশ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari