রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার দুপুরে পদ্মা নদী থেকে মানিকগঞ্জের জেলে ধোলাই হালদার মাছটি ধরেন। তিনি জানান, মাছ ধরার জন্য জাল ফেললে বড় মাছ আটকা পড়ার টান অনুভব করেন। পরে জাল তুলতেই বিশাল বাঘাইড়টি দেখতে পান। মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাটের কাছে ১৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি ধরা পড়ার খবর পেয়ে নদীতে গিয়ে নৌকা থেকে এটি কিনে আনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
তিনি আরও জানান, নদীতে পানি কমতে থাকায় বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাজার ও মৎস্য ব্যবসায়ীদের জন্য ইতিবাচক। স্থানীয় বাসিন্দারাও বিশাল এই বাঘাইড় মাছ দেখতে ভিড় করেন এবং এর দাম শুনে বিস্মিত হন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari