রাজবাড়ীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এই নক আউট পর্বের খেলার উদ্বোধন হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডিএলজি মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া জুই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ, এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।
উদ্বোধনী দিনে পাংশা উপজেলা এবং রাজবাড়ী পৌরসভা বালক ও বালিকা দলসহ চারটি দল অংশ নেয়। খেলায় রাজবাড়ী পৌরসভা বালিকা দল পাংশা বালিকা দলকে পরাজিত করে। ঘন্টাব্যাপী ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari