রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ আরিয়ান হাফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ীতে সেনা সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে। শনিবার মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, আরিয়ান হাফিজ এর কাছে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড তাজা বুলেট পাওয়া গেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari