রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন সোহাগের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাংশা পাট্টার জাগির নতুন বাজার প্রাঙ্গনে ইউনিয়ন য্বুদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনিছ মোল্লা, জেলা ছাত্রদল নেতা সজিব রাজা প্রমুখ। সমাবেশ শেষে যুবদল নেতা ফরহাদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে ইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে যুবদল নেতা ফরহাদের উপর হামলার ঘটনায় পাংশা মডেল থানা ও সেনা ক্যাম্পে পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরহাদ হোসেন সোহাগ মোটর সাইকেল যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকালে পাংশা যাবার পথে পাট্টার গোলবাড়ীতে তার গতিরোধ করে দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে কিলু-ঘুষি, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে মারধোর শুরু করে। তার পায়ের রগ কাটতে যায় হামলাকারীরা এবং পকেটে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল কেরে নিয়ে স্যামসাং ট্যাব ও মোটর সাইকেল ভাংচুর করে। সে সময় তার শ্যালক কাউসার হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে হুমকি দিয়ে চলে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari