রাজবাড়ীর কালুখালীতে দারুল হুদা ক্বওমী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালুখালীর প্রাণকেন্দ্র রতনদিয়া মরহুম জিন্নাখানের বাড়িতে অবস্থিত ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশের সভাপতি মো. সৌয়দ আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক দবির উদ্দিন খান, মাদ্রাসার মুহতামিম মুফতি নিজাম উদ্দিন আজাদী, অভিভাবক সদস্য মো. রাজন মন্ডল, মো. শফিকুল ইসলাম, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ আল আমিন।
অনুষ্ঠানে মাদ্রাসার মান উন্নয়নে লেখাপড়ার পাশাপাশি পরিবেশ উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ, প্র্যাকটিক্যল শিক্ষা প্রদান অভিভাবকদের প্রশ্ন উত্তর প্রদান ও উন্নয়ন ব্যবস্থা সিদ্ধান্তসমূহ নিরসনে করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari