দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতিদয়া ঘাটগামী ‘বাইগার’ নামক কেটাইপ (মাঝারী) ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে এক নারী যাত্রী নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত ওই নারী যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম জানান, সোমবার সকাল সোয়া দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পড়া এক নারী আকষ্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেয়। তার পড়নে বোরকা পড়া ও মাথায় সাদা রঙের স্কার্প পরিহিত ছিল। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। ফেরিটি পৌনে এগারটার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন সন্ধান পায়নি।
দৌলতদিয়া নৌপুলিশ জানায়, এ ধরনের খবর শুনে আমাদের নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজ খবর নিচ্ছে। নিখোঁজ নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari